মোঃ বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধি :
নাটোর শহরের লকডাউনে দোকান-পাট বন্ধ থাকলেও রাস্তায় চলাচল করছে জনসাধারণ ও ছোট ছোট যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও লোকজনের সংখ্যা বেড়েই চলেছে।
আর জনসাধারণকে লকডাউন মানাতে সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযান চালিয়েছে পুলিশ । সোমবার বেলা ১১ টার দিকে শহরের ভিন্ন ভিন্ন স্থানে পুলিশ ও জেলা প্রশাসন দুই দলে বিভক্ত হয়ে এই অভিযান পরিচালনা করে। পুলিশের হয়ে অভিযানে অংশ নেন পুলিশ সুপার লিটন কুমার সাহা এবং জেলা প্রশাসনের হয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট হাসান মাহামুদ।
এ সময় মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব নিশ্চিত ও লকডাউনে গণপরিবহনে নিষেধাঞ্জা নিশ্চিত করার পাশাপাশি লকডাউন না মেনে দোকান খোলার অপরাধে এক দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। লকডাউন চলাকালীন এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।