নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার মাইজদী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পরে কেক কাটা হয়।
জেলার আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিমের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনঃরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম-আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খানা সোহেল, জেলা শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু’সহ দলের নেতৃবৃন্দ।