নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলার দু’শতাধিক অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে হাতিয়া বিদ্যুৎ বিভাগ।
শুক্রবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দু’শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তৈল, দুই কেজি আলু ,১কেজি লবণ ও এক কেজি করে আটা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মশিউর রহমান ও উপ সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা।
হাতিয়া আবাসিক প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মশিউর রহমান জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সারা দেশের ন্যায় হাতিয়ায় বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ও এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।