নবীন, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ার হাট এলাকার চৌকিদারের দোকান সংলগ্ন অসহায় একটি প্রতিবন্ধী পরিবারের পাশে আলোকিত মানবিক অর্গানাইজেশন।
আলোকিত মানবিক অর্গানাইজেশনের সেচ্ছাসেবীরা খাদ্য সহায়তা করতে গিয়ে দেখেন প্রতিবন্ধী পরিবারে ৪ জনের বসবাস, সংসারে মা নেই । বাবা মানসিক প্রতিবন্ধী , ২বোন ১ ভাই এর মধ্যে ১ ভাই ১ বোন মানসিক ভারসাম্যহীন । তাদের ঘর নেই বললেই চলে আছে শুধু মাথার উপর একটি ছাউনি।
একটি চৌকির মধ্যে তারা সবাই এক সাথে রাত কাটায়। ঘরের মধ্যে বৃষ্টিতে পানি পড়ে, ঘরের কোন দরজা নেই,ঘরের বেশির ভাগ অংশই ভাঙ্গা। এ অবস্থায় তাদের একটি ঘর অতি জরুরী। আলোকিত মানবিক অর্গানাইজেশন এর সদস্যরা সমাজের বিত্তবান দের কাছে আহ্বান জানান, এই ঈদে আপনাদের যাকাতের টাকা লোকদেখানো ভাবে না দিয়ে একটা পরিবার কে বাঁচার সুযোগ করে দিন।