গত ২৩ এপ্রিল / ২১ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সিংড়ায় জোড়পূর্বক কৃষকের ধান কেটে নিলো প্রতিপক্ষরা শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সত্য নয়।
মুলত আমার মেয়ের নামে ঐ ১ বিঘা জমি রেজিষ্ট্রি করা। খাজনা, খারিজ ও করা। ঐ জমিতে আমরাই আবাদ করেছি, ধান পেকে যাওয়ায় আমরাই কেটেছি। এখানে জোড়পূর্বক কাটার প্রশ্নই আসে না। বরং জিন্নাত আলী অন্যের প্ররোচনায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে মাঠ ঘোলা করছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিবাদকারী মো: রুহুল আমিন সাবেক ইউপি সদস্য ডাহিয়া ইউনিয়ন, সিংড়া, নাটোর।