মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাসের (COVID-19) প্রাদুর্ভাব রোধে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, ময়মনসিংহ এর উদ্যোগে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভ্রাম্যমাণ চলচ্চিত্র (ইউনিট) জনসচেতনতা মূলক তথ্য প্রচার করে চলেছে।
৬ ই এপ্রিল মঙ্গলবার দুপুরে ফুলপুর বাসষ্টেশন এলাকায় করোনা রোধে জনসচেতনতায় তাদের ভ্রাম্যমাণ গাড়ী মাইকিং লক্ষ্য করা যায়। মাইকিংয়ে করোনা রোধে সকলকেই মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এসময় বাল্যবিবাহ রোধে সরকারকে সহায়তা করার আহবান জানানো হয় এবং পরিবার পরিকল্পনার বিষয়ে পথচারীদের অবহিত করা হয়। উল্লেখ্য যে, লকডাউনের প্রথম দিন থেকেই ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে করোনা রোধে দিনে ও রাতে প্রশাসনের টহল অভিযান অব্যাহত আছে।