মোঃ রাকিব মৃধা বেতাগী উপজেলা প্রতিনিধিঃ
বিস্তারিতঃ বেতাগী উপজেলাটি বিষখালী নদীর তীরে অবস্থিত, এর আয়তন ১৬৭.৭৫ বর্গ কি.মি.।
অবস্থান: ২২°১৩´ থেকে ২২°২৯´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০৪´ থেকে ৯০°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ, এর উত্তরে রাজাপুর,
কাঁঠালিয়া ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা , দক্ষিণে বরগুনা সদর উপজেলা , পূর্বে মির্জাগঞ্জ উপজেলা এবং পশ্চিমে কাঁঠালিয়া ও বামনা উপজেলা । এই উপজেলার প্রধান নদীগুলো হচ্ছেঃ
বিষখালী নদী ও গজালিয়া নদী । এছাড়াও এখানকার উল্লেখযোগ্য জলাশয়ের মধ্যে রয়েছে কাটাখালি খাল ও করুণা খাল।