নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির নাটোর জেলা কমিটি গঠন সু-সম্পন্ন হয়েছে।উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক বাংলার আলো ও হৃদয়ে-৭১ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সময়ের দাবী’র নাটোর জেলা প্রতিনিধি এস,এম মেহেরুল ইসলাম (মোহন) এবং হৃদয়ে-৭১ এর সিংড়া প্রতিনিধি শ্রী নিহার রঞ্জন সাহা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত পহেলা মার্চ সকালে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও বিডি স্টার টিভি’র নাটোর জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসেন বাবু আহ্বায়ক হয়ে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান বরাবর ২২ জন সাংবাদিকদ্বয়ের নামের তালিকা দিয়ে নাটোর জেলা কমিটি গঠন করার লক্ষে একটি দরখাস্ত আহব্বান করেন।২রা মার্চ উক্ত দরখাস্তটি নিরপেক্ষ ভাবে যাচাই বাছাই করে ১৫ জন সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করে নাটোর জেলার অস্থায়ী কার্যালয় সিংড়া উপজেলার বনকুড়ি বাজারের একটি অফিসে সকল সদস্যের নাম ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় কমিটির কর্মকর্তা। ঘোষণা কৃত নাটোর জেলা কমিটির সদস্য গনের নাম ও পদবী গুলো নিম্নে দেওয়া হলো ১,মোঃ মেহেরুল ইসলাম-সভাপতি ২,মোঃমোসলেম উদ্দিন সহ-সভাপতি ৩,মোঃআসাদুজ্জামান সহ-সভাপতি ৪,নিহার রঞ্জন সাহা সাধারণ সম্পাদক ৫,সোঃফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ৬,মনজুরুল হক সুজন যুগ্ম সাধারণ সম্পাদক ৭,নুরুন্নবী সাংগঠনিক সম্পাদক ৮,মিঠুন ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক ৯,শাকিল হোসেন,সাংগঠনিক সম্পাদক ১০,শাকিল আহম্মেদ তথ্য ও গবেষণা সম্পাদক ১১,সিহাব উদ্দিন অর্থ সম্পাদক ১২,শাহ আলম প্রচার সম্পাদক ১৩,বেল্লাল হোসেন বাবু,দপ্তর সম্পাদক ১৪,লিটন আহমেদ সাধারণ সদস্য ১৫,আঃসামাদ সাধারণ সদস্য উক্ত কমিটির সকল সদস্য গনের সদস্য ফরম বায়োডাটা ও ছবি নিয়ে একটি সু সম্পন্ন কমিটির খড়সা করে অনুমোদনের জন্য বিভাগ ও কেন্দ্রীয় কমিটির নিকট হস্তান্তর করা হলে শনিবার(৬ই মার্চ)সকালে রাজশাহী বিভাগীয় কমিটি থেকে নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সাহার হাতে অনুমোদন কপি পৌছানো হয়েছে।যাহা জেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলাম মোহন নিশ্চিত করেছেন।