এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা : হবিগঞ্জ বানিয়াচংয়ে জামিয়া নূরে মদিনা জুবেদা খাতুন মাদ্রাসায় মিয়াখানী ২০তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর রোজ রবিবার যোহর হইতে গভীর রাত পর্যন্ত মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা শায়েখ মখলিছুর রহমান ও মাওলানা শায়েখ আব্দুল ওলী সাহেব এর সভাপতিত্বে ও মাওলানা বদরুল আলম আনসারী ও মুফতী ইমদাদ বিন খুর্শেদ ও মুফতী হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন হাফেজ মাওলানা উবায়দুল্লাহ মাজহারী সাহেব, ঢাকা। প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শরিফুজ্জামান রাজিবপুরী সাহেব, নেত্রকোনা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন মুফতী নাসির উদ্দিন সৌরভ, ঢাকা। এছাড়া আরো অনেক উলামা কেরাম তাফসীর পেশ করেন। উক্ত মাদ্রাসার সার্বিক তত্বাবধানে হযরত মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম। পরিশেষে মাদ্রাসার ও সকল মুসলিম উম্মতের জন্য দোয়া করা হয়।