বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে লালপুর আলোচনা সভা

0
41

চিফ রিপোর্টার :

বিশ্ব জনসংখ্যা দিবস – ২০২২ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খন্দকার মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শাহাব উদ্দীন প্রমুখ।
এসময় লালপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্রেস্ট বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here