চিফ রিপোর্টার :
লালপুরের বেঙ্গল সুগার মিলস্ এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট ও নাটোর জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ওমর ফারুক সরকার ও তাঁর সহধর্মিণী মরহুমা সৌরাইয়া ফারুক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার পারিবারিক ভাবে তাদের বাস ভবন চত্বরে এই আয়োজন করেন। এ সময় দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। করোনা ভাইরাস প্রতিরোধে এসময় উপস্থিত নারী ও পুরুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।