মোঃ রাকিব মৃধা বেতাগী বরগুনা।
বিস্তারিতঃ বরগুনার বেতাগী পৌরশহরের মানসিক ভারসাম্যহীন সুরিয়া নামের এক মহিলার চিকিৎসার দায়িত্ব নিলেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির ও বেতাগী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সামনে পৌরশহরের এক পরিত্যাক্ত অন্ধকার গলিতে দীর্ঘদিন পলিথিন মুড়ি দিয়ে থাকতো পাগলী সুরিয়া। কেউ খাবার দিলে খায়,কখন বা ডাস্টবিনের ময়লা খাবার খেয়ে থাকতো। পরনের কাপড়-চোপড়ের নেই কোন ঠিক-ঠিকানা। কিভাবে যেন বাম পা য়ের আঘাত লেগে ক্ষত হয়ে, পচন প্রায়। পাগলীটার বাড়ি ঘর কোথায় সঠিক করে কেউ-ই বলতে পারছেনা। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হয়ে এমনই মানবতার যাপনের দৃশ্য দেখে, চোখ ফেরাতে পারেনি বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির ও বেতাগী উপজেলা নির্বাহী মোঃ সুহৃদ সালেহীন এর নেতৃত্ব। বেতাগী সরকারি হাসপাতালে পাগলী সুরিয়াকে ভর্তি করেন। নতুন কাপড়-চোপড় কিনে দেন। বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন, মানবতার জীবনযাপন ও ঠিকানাবিহীনদের এভাবে খুজে খুজে পুনর্বাসনের ধারা অব্যাহত থাকবে।