মোঃ মুঞ্জুরুল হক সুজন নাটোর(বড়াইগ্রাম)প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে আজাদ আলী প্রামাণিক (৬২) নামে এক বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় ওয়ালটনের শোরুমের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আজাদ আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী গ্রামের মৃত আফের আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানা যায় যে আজাদ আলী কৃষি কাজ করতেন। বনপাড়া হাটের দিন হওয়ায় সংসারের প্রয়োজনীয় জিনিস পত্র কেনার জন্য সকালে বনপাড়া বাজারে যান। বাজার করে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন । এ সময় হঠাৎ তিনি ষ্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশিদুল ইসলাম বলেন, পরিবারের আবেদন এবং পৌর মেয়র কেএম জাকির হোসেনের সুপারিশের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।