আকতারুজ্জামান নাইম নওগাঁ।:
নওগাঁর মান্দা উপজেলা আ.লীগের উদ্যোগে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,দোয়া ও উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এক সাথে বর্ণাঢ্য র্যালী নিয়ে শহীদমিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
র্যালীতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলটির বিভিন্ন কর্মসূচি রয়েছে।উল্লেখ্য ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এই দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ দিনটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ।