মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর, প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ওরফে মহুবুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তিনি গত ২১ ফেব্রুয়ারি রাত দেড়টায় উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বোর্ড স্কুল নাঠুয়াপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। সহকারী কমিশনার (ভূমি) মো. ইরতিজা হাসান, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মমিনুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ওরফে মহুবুকে গার্ড অব অনার প্রদান করেন। গতকাল ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।