চিফ রিপোর্টার :
নাটোরের লালপুর উপজেলায় কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ২৪০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে সরকারি ভাবে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান -২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল ) বেলা ১১ টার দিকে উপজেলা খাদ্য গুদামে এ গম সংগ্রহের উদ্বোধন করেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী ডালিম, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল,সদস্য ফিরোজ আল হক ভুইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ। চলতি বছর প্রতি কেজি গম ২৮ টাকা হারে উপজেলায় কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ২৪০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে সরকারি ভাবে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান -২০২১ এর উদ্বোধন করা হয়।