আলমগীর হোসেন কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃঃ
খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে পড়েছে দিনে-দুপুরে শিয়াল গুলি। আগে দেখা যেতো মানুষ দেখলে শিয়াল পালায় এখনো শিয়াল পন্ডিত কে দেখে মানুষ পালায় কমলগঞ্জ শমশেরনগর বেশ কিছু এলাকায় শিয়ালের উৎপাত মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। হাঁস-মুরগি ধরে নেয়ার পাশাপাশি কখনো গরু-ছাগল আবার কখনো মানুষকে কামড়ে চেষ্টা শিয়াল।
গত কয়েক দিন ধরে রঘুনাথপুর গ্রামে দিলারা বেগমের দুটি ছাগল ও হাস মুরগ শিয়ালে প্রক্যশে ধরে নিয়ে খেয়ে পেলে। প্রতিদিন সকালে বাচ্ছারা ঘুমতে উঠে বাহিরে গেলে শিয়ালে তৌড়ানি ক্ষেতে হয়।এভাবে প্রতিধিন কারোনা কারো হাস মুরুগ ছাগল খেয়ে পেলছে। স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই ইউনিয়নের এলাকায় শিয়ালের উৎপাত বেড়ে যায়। বড় আকারের বেশ কয়েকটি শিয়াল দিনে দুপুরে হাঁস-মুরগি নিয়ে যাচ্ছে।
এমনকি গরু-ছাগলের ওপর আক্রমণ করছে। শনিবার দুপুরে ওই এলাকায় বেশ কয়েকটি গরু-ছাগলের ওপর আক্রমণ চালায় কয়েকটি শিয়াল। একপর্যায়ে লাঠি নিয়ে শিয়ালগুলোকে তাড়া করে স্থানীয়রা। শমশেরনগর ইউনিয়ন পরিষদের ১.২.৩ ওয়ার্ডের ইউপি সদস্য রেহেনা বেগম বলেন আসলে বন জঙ্গলে খাবার না পেয়ে শিযাল লোকালয়ে ধাপিযে বেড়ায় এবং মানুষের ছাগল হাঁস মুরগি নিয়ে যায।