মোঃ নাহিদ সিকদার,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে বিপুল পরিমান গাজাসহ ১ যুবককে আটক করেছেন খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ্বরোড মোড় আল মিশাল হোটেলের সামনে থেকে কালু মিয়া (২৫) নামের এক যুবককে আটক করে। আটক কালু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজবপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত তালেব মিয়ার ছেলে। খাটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মোঃ সাখাওয়াত হোসেন বলেন আটক কালু মিয়া বিপুল পরিমান গাজা ব্যাগে করে নারায়নগন্জ যাওয়ার প্রস্তুতিকালে তাকে হাইওয়ে পুলিশ আটক করে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি মহোদয়ের নির্দেশক্রমে মহাসড়কে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। অভিযানে অংশ নেন খাটিহাতা হাইওয়ে থানার এস আই মোয়াজ্জেম হোসেন, এ এস আই গাজী মোঃ শওকত আকবর, এ এস আই হাছন আলী সহ কর্মরত পুলিশ সদস্যরা।