সাইফূল ইসলাম সাগর,মহিপুর থানা প্রতিনিধিঃ
বিস্তারিত: পটুয়াখালী জেলাধীন মহিপুর থানা সদর ৬নং মহিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নজীবপুর এবং ৬নং ওয়ার্ড মহিপুরের সাধারণ জনগণের যোগাযোগ এর একমাএ ব্যবস্থা। মহিপুর থেকে নজীবপুর ৪কি.মি. রাস্তার বেহাল দশা। যার মধ্যে অন্তর্গত মহিপুর থানা, মহিপুর বন-বিভাগ,মহিপুর মৎস বন্দরের একাংশ,মহিপুর বি,এফ,ডি,সি মার্কেট, ১৪টি বরফ মিল সহ৫টি ট্রালার মেরামত শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের মৎস বন্দর সমূহের মধ্যে ২য় মৎস বন্দর এই মহিপুর, যেটি দেশের অন্যতম বানিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।
যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেখানে প্রায় ১৬বছর ধরে এক ফোঁটা উন্নয়নের ছোঁয়া পায়নি এই এলাকার জনগণ।
এলাকার সাধারণ জনগণ জানান একের পর এক ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য নির্বাচিত হলেও আমাদের এলাকার কোন উন্নয়ন হয়নি। তারা আরো বলেন বর্ষা মৌসুম আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা এতটাই কষ্টসাধ্য হয়ে পরে। এলাকার ছাএ ছাএীরা বলেন এই সময় আমাদের শিক্ষা প্রতিষ্টানে যেতে অনেক সমস্যার সম্মূখিন হতে হয় এবং সঠিক সময় আমরা ক্লাসে উপস্থিত হতে পারি না। তাই সাধারণ জনগণ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতম কতৃপক্ষর কাছে এই চরম দূর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখার অনুরোধ জানায়।