সুলতানা বেগম অনামিকা,আশুগঞ্জ প্রতিনিধি:
বিস্তারিত: ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলারপরিচিতি লিখতে গেলে শেষ হবেনা কখনো।তাই সংক্ষেপে তুলে ধরলাম। হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যের ধারক বাহক নদীবিধৌত উপজেলা আশুগঞ্জ।প্রাচীন সভ্যতা আর ঐতিহ্যের মেলবন্ধন নদী বেষ্টিত উপজেলাটি ঘীরে।ব্রাহ্মণবাড়ীয়া জেলার যে কয়টি উপজেলা রয়েছে তার মধ্যে শিল্প নির্ভর এই আশুগঞ্জ উপজেলার ক্ষেতি ও সুনাম রয়েছে দেশ বিদেশে।চাতালমিল,খাদ্য গোডাউন,বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সার কারখানা, কৃষি, শিল্প, অর্থনীতি,শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ বন্দর নগরী আশুগঞ্জ। হাজার বছরের গৌরবময় ও সভ্যতার সাক্ষী আশুগঞ্জের মাটিতে জন্ম নিয়েছেন কবি সাহিত্যিক শিল্প উদ্যোক্তা রাজনীতিবিদ সহ অসংখ্য গুণীজন। স্বাধীনতার উত্তর বাংলাদেশের বির্নিমানে যাদের অবদান,তাদের অনেকেই এই উপজেলার।