মোঃ আজিজুল হক,নেত্রকোনা (দুর্গাপুর) প্রতিনিধি:
বিস্তারিত: নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাই নিখোঁজ হওয়ার একদিন পর পৌরসদরে মুজিবনগর এলাকার মানিক মিয়ার ঘাঁটে লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
শনিবার সকাল দশটার দিকে এই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম।
সে বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
স্থায়ী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭আগস্ট) আমার দুপুরে পৌর শহরের পাঁচ নং ওয়ার্ডের মুজিবনগর এলাকায় রাইদুল (১৪) নিখোঁজ হয়।
সে ওই এলাকার সুন্দর আলীর ছেলে।
নদীতে গোসলে নেমে খালাতো ভাই রুপচানকে (৮) বাঁচাতে গিয়ে সে নিখোঁজ হয়। বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩-৪ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ মেলেনি।
এব্যাপারে দুর্গাপুর থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ওসি মীর মাহবুবুর রহমান জানান, সোমেশ্বরী নদীতে খালাতো ভাইকে বাঁচাতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।