কোনাবাড়ী প্রতিনিধিঃ মোঃ হোসেন মিয়া
গাজীপুরের কালিয়াকৈর বাজারে অগ্নিকান্ড। আগুনে পুড়ে গেছে অর্ধশত দোকানঘর। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আজ সন্ধ্যায় কালিয়াকৈর বাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে প্রায় অর্ধশত দোকানে ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে এসব দোকানের সমস্ত মালামাল। আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।