থানা প্রতিনিধি, মোঃ হোসেন মিয়াঃ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন লেগেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, দেওয়ালিয়াবাড়ির দিগিরপাড় এলাকায় রতন মিয়ার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কাশিমপুরের সাভার ইপিজেড, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা। আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।