কোনাবাড়ী প্রতিনিধি, মোঃ হোসেন মিয়া

গাজীপুরের কোনাবাড়ী থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কোনাবাড়ী উত্তর পাড়া এলাকার আমিনুল ইসলামের টিন সেটের বাড়ির একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলানো লাশ উদ্ধার করা হয়। বাড়ির মালিক আমিনুল ইসলামের স্ত্রী জানান, নিহতের নাম হাফিজা বেগম (২৮)। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় উভয়ই চাকরি করতেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার যাওইয়াল গ্রামের আবু হানিফার মেয়ে। হাফিজা স্বামীর সাথে ছয় মাস আগে কক্ষটি ভাড়া নিয়েছিল। কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক মাইকেল বনিক জানান, হাফিজার স্বামী ঈদের পরে বাড়িতে গিয়ে দ্বিতীয় বিয়ে করে। এই কথাটি হাফিজা জানতে পারে। এই শোক হাফিজা সইতে না পেরে রুম বন্ধ করে রুমের আরার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের স্বামী আনিছুর মিয়া বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ধামশ্রেনী ভদ্র পাড়া গ্রামে। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here