ফেরদৌস রহমান, চট্টগ্রাম (সাতকানিয়) প্রতিনিধি:
বিস্তারিত: ১লা আগষ্ট বিকেলে বোনের বাড়িতে মাংস নিয়ে যাওয়ার সময় রাস্তা পিচ্ছিল হয়ে মো.শাহজাহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা তার ছোট ভাই গুরুতর আহত হয়েছে। নিহত মো. শাহাজাহান চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। তার পিতার নাম: নুরুল ইসলাম, বাড়ি ৪নং ওয়ার্ড় আফজাল নগর, ছদাহা ইউনিয়ন সাতকানিয়া।
ছদাহা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আইয়ুব চট্টগ্রাম বার্তাকে বলেন, মো.শাহাজাহান তার বোনের বাড়িতে কোরবানি মাংস নিয়ে যাওয়ার সময় ছদাহা ইউনিয়নের শিশুতল এলাকায় অটোরিকশার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে নিহত হয় এবং তার ছোট ভাই আহত হয়।সে সমাজের একজন নক্ষত্র ছিল। বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ছিল এছাড়া সাতকানিয়া ব্লাড ব্যাংকের এডমিন ছিল।তার মৃত্যুতে আজ ছদাহা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।