মোঃহেলাল তালুকদার টাঙ্গাইল ঘাটাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৬ নং দিগলকান্দি ইউনিয়নে পানিতে ডুবে সিফাত(৭) শিশুর মৃত্য হয়েছে। আজ কদমতলী পারশি গ্রামের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মনির হোসেনের ছেলে তিনি সৌদি প্রবাসী। সিফাতের মামা জানান,ঘাটাইল উপজেলার, দিগলকান্দি ইউনিয়নের কদমতলী পারশি মধ্যপাড়া গ্রামে সিফাত মায়ের কাছে আসরের নামাজ পড়বে এই বলে চলে যায় নামাজ শেষে সিফাত বাড়ি না আসায়। পড়ে বাচ্চাকে না পেয়ে খুজতে থাকে অনেক খোজাখুজির পর পুকুর থেকে তার মৃত্যুদেহ ভেসে উঠলে ।