টাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন

0
26

মোঃহেলাল তালুকদার ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক এর সহধর্মীনি সুরাইয়া বেগমের জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থান এর দাফন করা হয়েছে এরপূর্বে আজ মঙ্গলবার (২৫ আগস্ট ) সকাল ১১ টায় মরহুমের জানাজার নামাজ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম, মরহুমার স্বামী বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক, তার পুত্র টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ, সাংসদ ছোট মনির , জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইলের পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ আওয়ামীলীগ এবং এর সহযোগী ও সংগঠনের নেতাকর্মী, ১৪ দল, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেন। জানাযা নামাজের পর মরহুমার কফিনে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা আ’লীগ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমার লাশ টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য সোমবার (২৪ আগস্ট) তিনি বিকেল পৌনে তিনটায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ,সুরাইয়া বেগম ,স্বামী,এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here