টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের ৪জন নিহত: আহত ২-

0
69

মোঃ হেলাল তালুকদার স্টাফ রিপোর্টার শুক্রবার (২১ আগষ্ট) দুপু‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাস ও সিএন‌জি চা‌লিত অ‌টোরিক্সার সংঘ‌র্ষে একই প‌রিবা‌রের চারজন নিহত হ‌য়ে‌ছে। এঘটনায় আহত হ‌য়ে‌ছে আ‌রো দুইজন। নিহতরা হলেন, ভূঞাপুরের ভদ্রশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌরসভার পশ্চিম ভূঞাপুর গ্রামের আল আমিন (৫০), তার স্ত্রী ও কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিউলী বেগম (৪০), আল আমিনের বাবা সোহরাব হোসেন (৭০) মাতা ছালেহা বেগম (৬৫)। এই ঘটনা ঘ‌টে। টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের পু‌লিশ ফা‌ঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নবীন জানান, মহাসড়‌কের রাবনা বাইপাস এলাকায় সিএন‌জি মহাসড়ক পার হওয়ার সময় বা‌সের সা‌থে সংঘর্ষ বা‌ঁধে। প‌রে গুরুতর আহত অবস্থায় সিএন‌জির চালকসহ ৬জন‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। প‌রে চি‌কিৎসাধীন অবস্থায় ৪জ‌নের মৃত‌্যু হয়। বা‌কি দুইজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে নিহতরা একই প‌রিব‌া‌রের ব‌লে জানা গে‌ছে। তা‌দের বা‌ড়ি টাঙ্গাই‌লের ভুঞাপুর উপ‌জেলার ভদ্রশিমুল এলাক‌ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here