নেএকোণার কলমাকান্দা থেকে আব্দুর রশিদ।
নেএকোণার কলমাকান্দায় চান্দুয়াইল জিয়া নামক খালে নিখোঁজের ৩৪ ঘন্টা পর রোববার (২৩ আগষ্ট ) সকালে বকুল মিয়ার লাশ উদ্ধাখালি নদীতে ভেসে উঠেছে।লাশটি উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। নিহত বকুল মিয়া পেশায় একজন দিন মজুর শ্রমিক ছিলেন। নিহত বকুল মিয়া কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত মোঃ খোকন মিয়ার ছেলে।গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল জিয়া নামক খাল সাঁতার কেটে পাড়ি দেওয়ার সময় বকুল মিয়া পানিতে তলিয়ে যায়। অবশেষে ৩৪ ঘন্টা পর উদ্ধাখালি নদী থেকে মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ। পরে মরদেহ নিহত বকুল মিয়ার স্বজনের কাছে হস্তান্তর করেছেন। কলমাকান্দা থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মাজহারুল করিম এর সত্যতা নিশ্চিত করেন।