নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা।

0
7
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা পূর্বধলা উপজেলায় গতকাল শনিবার সন্ধ্যায় ফাঁসিতে ঝুলে সোহেল মিয়া (৩২) নামের এক শ্রমিক মারা গেছে। সে উপজেলার মেঘশিমূল পূর্বপাড়া গ্রামের নাজিম খার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন শুক্কুর আলীর বাসায় ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করছে। সে কখনো ভাড়ায় মোটরসাইকেল চালানো আবার কখনো ভ্যান চালানোর কাজ করত। তার স্ত্রী ফাতেমা খাতুন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বাথরুম থেকে এসে দেখেন তার স্বামী গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে আছে। পরে খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here