রিয়াজ উদ্দিন রুবেল,নোয়াখালী প্রতিনিধিঃ
বিস্তারিতঃ নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৪) ও আব্দুল মাজেদ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বোন।
বুধবার ১২আগষ্ট দুপুর ২:৪৫ মিনিটের দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দরপুর এলাকার তারাখাঁর বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই বাড়ীর হাফেজ আহমদের মেয়ে হুমায়রা ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্য শিশুদের সাথে বাড়ীর আঙিনায় খেলাধুলা করছিল চাচাতো জেঠাতো ভাই বোন হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয়দের ধারণা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে দুপুরের কোন একসময় পুকুরে পড়ে মারা যায় তারা। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।