নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে

0
12
রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৭ সেপ্টেম্বর) বেগমগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে কুমিল্লায় ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি। ওমর ফারুক বাদশা নোয়াখালী ৩ আসনের সাবেক এমপি মরহুম নুরুল হক সাহেব’র ছেলে। জানা যায়, শনিবার দুপুর থেকে নোয়াখালী জেলার সমসাময়িক রাজনীতির একটি বিষয় নিয়ে চিন্তা করে রাতে অসুস্থ হয়ে (রোববার) সকাল ১০টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here