রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সুবর্ণচরে ইটবাহী ট্রাক্টরের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। নিহত শাকিল (১৪) চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরবাটা গ্রামের মৃত আবু তাহের’র ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজেদ (১৩) নামের আরো একজন। স্থানীয় সূত্রে জানা যায়, ৩০আগস্ট (রোববার) বেলা ৩:৩০ মমিনিটের দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের সেন্টার বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। শাকিল এবং সাজেদ সাইকেলযোগে স্থানীয় সেন্টার বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে ইটবাহী একটি দ্রুতগামী ট্রাক্টর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে শাকিলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় সাজেদ নামের একজন। ট্রাক্টর চালক পালিয়ে যেতে চেষ্টা করলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে চালক এবং ট্রাক্টর গাড়িটি আটক করে। চরজব্বার থানার ওসি(তদন্ত) ইব্রাহীম জানান, রবিবার বিকালে একটি ইটবাহী ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক শাকিল নিহত হয় এবং সাজেদ আহত হয়।