নোয়াখালী সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ডে ছাতার পাইয়া পূর্ব বাজার পুড়ে ছাঁই

0
15

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজারে আগুন লেগে প্রায় ১৫ টি দোকান পুড়ে ছাঁই। আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) দুপুর আনুমানিক ২ টার সময় আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ২ টারর সময় ছাতার পাইয়া পূর্ব বাজারের লন্ড্রি দোকান থেকে আগুন লাগতে দেখা যায়। আগুন দেখে চারপাশ থেকে সবাই এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে আশেপাশের বাকি দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। মোবাইল দোকান, মুদি দোকান, কাপড় দোকান, বেকারি দোকান, ঔষধের দোকানসহ ১৫ টি দোকান পুড়ে যায়। ফায়ারসার্ভিসের সোনাইমুড়ী ইউনিট,বেগমগঞ্জ ইউনিট ও সেনবাগ ইউনিটের প্রায় দু-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here