নোয়াখালী হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবি, নিহত-২ উদ্ধার ৮

0
9

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবিতে নিহত হয়েছেন ২জন জেলে,উদ্ধার করা হয়েছে ৮ জনকে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে ঘটনাটি ঘটে। নিহত জেলেরা উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো.রহমতের ছেলে মো.ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো.ফারুখের ছেলে রাজিব (১২)। জানাযায়, প্রতিদিনের মত চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য নদীতে যায়। নদীতে হঠাৎ আবহাওয়া খারাপ দেখা দিলে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে থাকা ৮ মাঝি মাল্লা সাতরিয়ে অন্য ট্রলারে উঠে গেলেও ২ জেলে তখন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে জেলেরা। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, ঘটনাটি আমি শুনেছি । ঘটনাস্থালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে । আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here