মংচিন থান,বরগুনা প্রতিনিধিঃ
বিস্তারিতঃ বরগুনার তালতলীতে মটর সাইকেল ও রড বোঝাই টমটম মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ অগাস্ট) দুপুরের দিকে আমতলী- তালতলী মহাসড়কের তালতলী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি টমটম তালতলী উপজেলা পরিষদের সামনে মোচড় ঘুরতে একটি মটর সাইকেল টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘট্নাস্থলেই মটর সাইকেলের যাত্রী দুইজন গুরতর আহত হয় । তাদের মুমূর্ষু অবস্থায় তালতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত দুজন হলেন সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ সুমন (৩০) এবং শারিক খালি ইউনিয়নের নলবুনিয়া এলাকার মোঃ বিল্লাল মিয়ার স্ত্রী মানসুরা বেগম (৪৫) তালতলী হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস জানান, মানসুরা বেগমের ডান হাতের একটি আঙুল পড়ে গেছে। এবং সুমনের মাথায় রডের আঘাত লেগেছে। আহত দুজনের অবস্থায় আশংকা জনক। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মিয়া বলেন মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই টমটমে গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।পরে আমরা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ গিয়ে, রড বোঝাই টমটম গাড়ি ড্রাইভার সহ থানায় নিয়ে আসাহয়েছে। এবং আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।