মোঃ আজিজুল হক, নেত্রকোনা (দুর্গাপুর)প্রতিনিধিঃ
বিস্তারিতঃ দুর্গাপুরে সোমেশ্বরী নদীর এক নংহ বালুর ঘাট থেকে বালু ভরে লড়ি স্টার্ট করতে গেলে লড়ি অতিরিক্ত বালু বোঝাই করার কারণে সামনের দুই চাকা উল্টে যায় পরে লড়ির মাঝখানে পড়ে চালক গুরুতরভাবে আহত হয়।
গুরুতর আহত অবস্থায় লড়ি চালককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসার জন্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লরি চালক মারা যায়। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পৌরশহরে এক নং বালুরঘাটে
এ দুর্ঘটনা ঘটে। নিহত লড়ি চালক দ্বীন ইসলাম (৩৫) পৌর শহরের ছয় নং ওয়ার্ডের বালিকান্দি এলাকার আব্দুল মজিদ এর ছেলে।