মোঃ তোফাজ্জল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এস এন নিত্য রায় (১৮) নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড নামক স্থানে শনিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এস এন নিত্য রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়া গ্রামের প্রেমবাজার এলাকার তারনি রায়ের ছেলে। সে বীরগঞ্জ সরকারি কলেজের মানবিক শাখার ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বীরগঞ্জ সরকারি কলেজ থেকে এস এন নিত্য রায় এবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট শুনে নিজ বাড়িতে যাওয়ার পথে ঢাকা -পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গেলে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।