বেনাপোলে কিশোরের রহস্যজনক মৃত্যু

0
17

মোঃ আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের কাগজপুকুর দক্ষিণপাড়ায় এক প্রাইভেট চালকের রহস্য জনক মৃত্যু হয়েছে। মৃত মামুন (১৯) সে সাতক্ষীরা শ্যামনগরের শহিদুল ইসলামের ছেলে। তবে সে ছোট বেলা থেকে নানা বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর দক্ষিণপাড়ার জিন্নাহ মোড়লের কাছে থাকতো। এবং কয়েক বছর ধরে তার মামা মাসুদের প্রাইভেট চালাতো বলে জানা যায়। মামুনের পরিবার থেকে জানায়, আজ (১৮ আগস্ট) দুপুরে সে দবদবে নামক একটি পুকুরে গোছলের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় আশে পাশে লোকজন না থাকায় সে একটি কাঁঠাল গাছের সাথে গলায় দঁড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে স্থানীয় কয়েকজন জানান, মামুন গোসলে যাবার সময় সে তার মোবাইল ফোনে কয়েকজনের সাথে গালাগালি দিতে শুনতে পায়। ওই সময় সে কার সাথে কথা বেলেছে এবং কি কারণে গালাগালি করেছে এটা জানতে পারলে মামুনের মৃত্যুর আসল ঘটনা বেরিয়ে আসবে বলে অনেকে ধারণা করেন। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, মৃতের বাবা মা সাতক্ষীরার শ্যামনগরে থাকেন। তারা সন্তানের মৃত্যুর খবর পেয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার বাবা শহিদুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তাদের সন্তান যেহেতু তাদের কাছে থাকেন না সেহেতু কি কারনে সে আত্মহত্যা করেছে বা অন্য কোন রহস্য আছে কিনা তার সুস্থ তদন্তের জন্য লাশটি পোস্ট মর্ডামের জন্য বলেন। যার কারণে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে লাশ সুরতহালেন জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here