আব্দুর রশিদ, নেত্রকোনা (কলমাকান্দা) প্রতিনিধি:
বিস্তারিতঃ নেএকোণা জেলার মদন উপজেলায়h মিনি কক্সবাজারে ঘুরতে এসে ট্রলার ডুবে ১৭ জনের মৃত্যু হয় ঘটনা স্থলে। নেএকোনা পুলিশ সূত্রে জানা যায় মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরে ঘুরতে এসে ট্রলার ডুবির ঘটনা ঘটে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উচিতপুরের খুব কাছের হাওর গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক জায়গায় এ ঘটনা ঘটে। পুলিশ আরো জানায় বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫ নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে প্রায় ৫০ জন উচিতপুর ঘুরতে আসে।এক সময় ট্রলারটি হাওরের উওাল ঢেউয়ের মুখোমুখি হয়ে সেখানে ডুবে যায়।পরে স্হানীয় দের সহায়তায় ১৭ জন উদ্ধার করা হয়েছে। এ পরিস্থতির কারনে নেএকোনা জেলা প্রশাসন সকল পর্যটন কেন্দ্র কিছু দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে। ৫নং সিরতা ইউনিয়নের কোনাপাড়া এলাকার মারকাজুল সুন্নাহর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাফুজুর রহমান সাহেব ও তার পরিবারের ৮ জন জন সহ আরো ১৭ জনের মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে ও এলাকায় দুঃখের ছায়া নেমে আসে।অবশেষে এলাকার লোকজন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলে তারা যেন পরপারে শান্তিতে থাকেন।