জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে মোটর সাইকেল থামিয়ে পেট্রোল নেয়ার সময় দ্রুতগামী ইটবোঝাই ট্রলির চাপায় রাজু আহমেদ (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত রাজু কাদিরপাড়া গ্রামের আমির হোসেন এর ছেলে। নিহত রাজু আহমেদ। জানা গেছে, সকাল সারে আটটার দিকে রাধানগর বাজারে একটি খুচরা দোকান থেকে পেট্রোল কিনে নিজের মোটর সাইকেলে ভরছিল রাজু। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ৫চাকার ট্রলি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি ট্রলিটিকে আটক করে ড্রাইভার জমিরুল ইসলামকে মারপিট করে। গুরুতর আহত হয়ে পড়লে ড্রাইভারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে