মো: ফয়সাল খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
আজ ২৩.০৮.২০২০ ইং আনুমানিক ৬ ঘটিকা গচ্ছাবিল দূরত্বঃক্যাম্প হতে ৪.৫ কিঃমি কিঃমিঃ দক্ষীণে এই ঘটনা ঘটে গাড়িটি গুইমারা দিক হতে আসা মোটরসাইকেল চট্টগ্রাম যাওয়ার পথে অপর দিক হতে আসা দশ চাকা ড্রামট্রাকের সাথে উভয় গাড়ির গতি থাকার দরুন সংঘর্ষ লেগেছে মোটরসাইকেল আরহী মোসাঃ জুলেখা আক্তার (২০) পিতাঃঅগ্গাত সাংঃ ছোট মেরুন পো+থানাঃ দিঘীনালা,খাগড়াছড়ি গাড়ীটির চাকায় পিষ্ট হলে গুরুতর অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন মোটরসাইকেল চালক ও ড্রাম ট্রাক পুলিশের হেফাজতে এবং মৃত দেহ মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান।