তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তবে পড়ে বাড়ি ফেরার পথে পাপিয়া আক্তার (৮) নামে এক শিশু ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মারা যায়। আজ রবিবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে গফরগাঁও-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন চালকসহ অটোরিকশা আটক করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্ব পাড়া গ্রামের হাইদুল ইসলামের মেয়ে পাপিয়া আক্তার স্থানীয় মসজিদের মক্তবে আরবি পড়ে। আজ রবিবার সকাল ৮টার দিকে মক্তব ছুটির পর পাপিয়া অন্য শিশুদের মতো সড়ক পার হয়ে বাড়ি ফেরার সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয় এবং রিকশার চাকা পাপিয়ার বুকের ওপর দিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন চালকসহ ঘাতক অটোরিকশাটি আটক করে ও গুরুতর আহত পাপিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায়। স্থানীয় একজন বলেন, গফরগাঁওয়ের ব্যাটারিচালিত কোনো রিকশা-গাড়ির চালকের প্রশিক্ষণ বা ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। এ জন্যই এরা বেপরোয়াভাবে চালায় ও মানুষ মারে। এ ব্যাপারে প্রশাসনেরও মাথাব্যথা নেই। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, এ বিষয়ে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত
আকরাম হোসেন রিপন
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৭ই মার্চ উপলক্ষ্য উপজেলা প্রশাসন...
কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন।
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ...
গাজীপুরে স্থানীয়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ৬০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের...
ইতালির বারে গুলিবর্ষণ, প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩
ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন।
ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে...
শুধুমাত্র হাত পরিষ্কার থাকলেই আমরা ৮০ ভাগ রোগ থেকে মুক্তি পেতে পারি বললেন সিমিন...
আকরাম হোসেন রিপন (কাপাসিয়া) গাজীপুর আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। আর শুধুমাত্র হাত পরিষ্কার রাখলে আমরা আশি পার্সেন্ট...