খালেদ খুররম পারভেজ ময়মনসিংহঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের যশোরা এলাকার আজ সকাল ৬ঃ৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সাইদুল ইসলাম (৪২) ও মোস্তাকিম (২০)। তিনি জানান “ একটি ট্রাক গরু নিয়ে রৌমারি থেকে পাকুন্দিয়া উদ্দেশ্যে যাচ্ছিল পথে বিকল হয়ে একটি ট্রাক রাস্তার দ্বারে মেরামত করছিল এমন সময় পেছন থেকে ধাক্কা দেয় আর একটি ট্রাক এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী মারা যান।” পরে গুরুতর আহত অবস্থায় আরেক জন ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।