ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু।

0
6

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে আবু বক্কর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ মনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত আবু বক্কর নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি ফুলপুর উপজেলার চরকাজিয়াকান্দা গ্রামের আব্দুল হেকিমের পুত্র। দুপুরে সেন্টএন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে গেলে আমস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা এখনো থানায় আসেননি। আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা পক্রিয়াধীনে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here