তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাতি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে মাইক্রোবাসটি বাশাতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় এক শিশুসহ আটজন মারা গেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, মাইক্রোবাসটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। শিশুসহ ৮ জনের মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।