রাস্তা তো নয় যেন মরন ফাঁদ

0
25

মু. সজিবুল ইসলাম মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বাকেরগঞ্জ -বরগুনা মহাসড়কে, সুবিদখালী নামক স্থানে মহাসড়কের বেহাল অবস্থা, জনজীবন হুমকির সম্মুখীন। বুধবার সরেজমিনে দেখা জায় মির্জাগঞ্জ উপজেলার,সুবিদখালী ষ্টীল ব্রীজের উওর পাশ হতে তিন রাস্তা সংলগ্নে মহা সড়কের চলা চলে অনুপযোগি হয়ে উঠেছে। কিছুদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পাওয়ায় ছোট বড় গর্ত তৈরি হয়ছে। এবং তার পাশাপাশি মহাসড়কের পাশে ড্রেন না থাকায় পানি জমে থাকার কারনে ও রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় রিক্সা ড্রাইবার ও অটো ড্রাইবাররা এ নিয়ে বেশ চিন্তায় আছে এরকম আর কিছুদিন থাকলে এই সড়কপথে যানবাহন চলাচলই বন্ধ হয়ে যাবে। আর এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে জনসাধারণ চরম ভোগান্তির স্বীকার হবে।তাছাড়া,স্থানীয় অনেক রিক্সা ও অটো ড্রাইবারদের উপার্যনের পথ বন্দ হয়ে যাবে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here