রাস্তা নিচ থেকে গর্ত হওয়া গাড়ি চলাচল একে বারে বন্ধ।

0
25

মোঃরাকিব মৃধা বেতাগী প্রতিনিধি।

অতিরিক্ত পানির চাপে রাস্তাটিতে ছোট বড়ো অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। বেতাগী উপজেলা হোসনাবাদ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড দক্ষিন বাসন্ডা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটি। উপজেলা হোসনাবাদ ইউনিয়নের দক্ষিন বাসন্ডা গ্রামের রাস্তার সাথে সংযুক্ত হোসনাবাদ ইউনিয়ন এর প্রান কেন্দ্র জলিশা বাজার এবং বেতাগী উপজেলা যোগাযোগের প্রধান রাস্তা। আজ সকালে নিচ থেকে গর্ত হয়ে যাওয়াতে যোগাযোগ ও গাড়ি চলাচল একে বারে বন্ধ হয়ে যায়। যোগাযোগের কারনে প্রতি নিয়ত এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ ও গাড়ি চলাচল করে। অন্য কোনো যাতায়াত পথ না থাকায় এলাকাবাসি ও পথচারীদের ভোগান্তিতে পরতে হয়। তাই বেতাগী উপজেলা পানি উন্নায়ন বোর্ডের কর্মকর্তা মহাদয় এর দৃষ্টি আকার্ষন করছি যাতে খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হয়। মোঃরাকিব মৃধা বেতাগী বরগুনা। BD STER TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here