স্টাফ রিপোর্টার :
নাটোরের লালপুরে রান্না ঘরের আগুনে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার পানঘাটা গ্রামে কয়েক মুহুর্তে এঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দিন গত রাত দেড়টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেনের রান্না ঘর থেকে আগুন লাগে। এরপর ওই রান্নাঘরসহ তার ভাই আকবর আলী সরদারের পুরো বাড়ি আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ওই বাড়ির ৮টি কক্ষের নগদ আড়াই লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪০ মন রশুন, ৩০ মন গম, ২০ মন ধনিয়া, ১০ মন কালিজিরা, ১০ মন মশুর, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়। খবর পেয়ে স্থানীয় লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দমকা হাওয়া ও পানির সংকটের কারনে আগুন নেভাতে কিছুটা সমস্যা হলেও আগুন নেভানো সম্ভব হয়েছে। কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।