শরনখোলা উপজেলায় বলেশ্বর নদীর পানিতে ডুবে জুনায়েদ নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

0
13

মোঃ লালচান মাহমুদ শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় বলেশ্বর নদীর পানিতে ডুবে জুনায়েদ (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭) সেপ্টেম্বর) বিকালে শরনখোলা উপজেলার ৫ নং রায়েন্দা ওয়ার্ডের পূর্ব মাথা বলেশ্বর নদীর পাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ একই এলাকার দিনমজুর আক্তারুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল জুনায়েদ । এক পর্যায়ে সবার অগোচরে বলেশ্বর নদীর পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে বিকাল ৪ টা ৩০ মিনিটে বলেশ্বর নদীর সাথে সংযুক্ত ড্রেনের মুখ থেকে জুনায়েদের ভাসমান মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী ও তার পরিবার। অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here